পিতার ভবিষ্যৎ ভরসাস্থল, শিক্ষকের আদর্শ ছাত্রের অনন্য দৃষ্টান্ত রিপন হোসাইন

রিপন হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। সে গজারিয়া উপজেলার উত্তরশাহাপুর গ্রামে বাস করে। পড়াশোনার প্রথমদিকটা শেষ করেছে নিজ গ্রামের স্কুল ও কলেজে। বাবা দিনমজুর, সাধ্যমত চেষ্টা করেছেন সন্তানের পড়ার খরচ জোগাতে। রিপনের মেধা, বাবার ঘামঝরা শ্রম ও অদম্য ইচ্ছাশক্তিই তাকে দেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে। নগর জীবনে সব সুযোগ-সুবিধা পেয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিই হতে পারে না। মেধাবী ছাত্র রিপন হোসাইন এখন আত্মবিশ্বাসের সঙ্গে এটা ভাবতে শুরু করেছে, কর্মজীবনেও সে সফল হবে। তার আত্মবিশ্বাসের ভিত শক্ত করার পেছনে যেমন তার অধ্যবসায়, কষ্টসহিষ্ণু পিতার শ্রম রয়েছে, তেমনি রয়েছে একজন নীরব সহায়কের আর্থিক পৃষ্ঠপোষকতা! তিনি ‘স্বপ্নযাত্রা’র প্রধান উদ্যোক্তা, জনাব আরিফ সিকদার। তিনি রিপনের কলেজ জীবনের শুরু থেকেই আর্থিক সহযোগিতা করে, মানসিক শক্তি জুগিয়ে আসছেন একজন পরম অভিভাবকের মতো। তাকে পৃষ্ঠপোষকতার ছায়া দিতে গিয়েই তিনি ভাবেন দেশের সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াবেন প্রাতিষ্ঠানিকভাবে।

রিপন এখন দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের একজন গর্বিত শিক্ষার্থী। জীবন যদি তার নিয়মেই চলত তাহলে প্রত্যন্ত গাঁয়ের এই মেধাবী রিপন উচ্চশিক্ষার জন্য রাজধানীতে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখতে পারত না। হয়তো বা তার চলাপথ শেষ হয়ে যেতো উত্তরশাহাপুর গ্রামের মেঠোপথে বা গ্রাম্য হাট-বাজারে। বাবার মতো দিনমজুরিই হয়ে উঠতো তার অনিবার্য নিত্যকর্ম। তবে সবকিছুর আগে পড়াশোনা। পড়াশোনার বিকল্প নেই। অনুজ শিক্ষার্থীরা রিপনকে দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, হয়ে উঠতে পারে স্বপ্ন সফলের জন্য পড়াশোনায় আরও মনোযোগী। রিপন এখন পিতার ভবিষ্যৎ, স্নেহময় শিক্ষকের সফল ছাত্রের সেরা উদাহরণ। আমরা রিপন হোসাইনের সফল কর্মময় জীবন দেখার অপেক্ষায় রয়েছি। তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।

Related Posts

স্বপ্নযাত্রা – একটি স্বপ্নের শুরু

“স্বপ্নযাত্রা” – স্বপ্ন পূরণের গল্প

২০১৫ সাল। উন্নয়নকর্মী মহুয়া আপা একদিন ফোন করে বললেন, একটা ছেলে ঢাকা কলেজে ভর্তি হয়েছে;Read More

আইনজীবী হওয়াই ‘প্রণয়ের’ অভিপ্রায়

ক্লান্ত বিকেল, সময় ঠিক পাঁচটা। আমার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ভাবছেন কিসের অপেক্ষা?Read More

Comments are Closed