স্বপ্নযাত্রার দরিদ্র শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার
এবারের ঈদটা অন্যান্যবারের ঈদের থেকে কিছুটা আলাদা। মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান এর কারণে নেই কোন উৎসব- আনন্দ। করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর মত বাংলাদেশেও চলছে লকডাউন। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজসহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান। স্থবির হয়ে পড়েছে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও আয়ের সকল ক্ষেত্রসমূহ। বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো।
অন্যদের মত আমাদের স্বপ্নযাত্রার শিক্ষার্থীদেরও একই অবস্থা। তাদের পরিবারেও নেই কোন উৎসবের আমেজ। বাবার কাজ নেই, সংসার চালাতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে তাকে, ঈদে নতুন জামা কিনে দিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটানো তো দূরের কথা।
আর এই ঈদে স্বপ্নযাত্রার ৫০ জন স্বপ্নসঙ্গীদের মুখে হাসি ফোটানর জন্য তাদের সবাইকে স্বপ্নযাত্রার পক্ষ থেকে ১৫০০ টাকা ঈদ উপহার বিকাশের মাধ্যমে পাঠানো হয়। এই কাজটিতে সর্বমোট খরচকৃত ৭৫০০০ টাকার সম্পূর্ণ অর্থই বহন করে আম্বালা ফাউন্ডেশন।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সকল সুবিধাবঞ্ছিত, অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে। আসুন আমরা সকলেই এগিয়ে আসি এদের স্বপ্ন পূরণে।
Related Posts
মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হল ঝিনাইদহের রাশেদুলের
অর্থের অভাবে এক দিনও প্রাইভেট পড়া হয়নি রাশেদুল ইসলামের। উল্টো নিজের পড়াশোনার খরচ জোগাতে তাকেRead More
স্বপ্ন পূরণের এক ধাপ পার করলো স্বপ্নযাত্রার স্বপ্নসঙ্গীরা
আজ আমাদের অনেক আনন্দের দিন। আমাদের স্বপ্নযাত্রার ৫ জন শিক্ষার্থী এবারের এস এস সি পরীক্ষায়Read More